× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অনিয়ম পেয়ে’ সেতু নির্মাণ কাজ বন্ধ করল স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ২১:৫৪ পিএম

বৃহস্পতিবার সকালে উন্নয়ন কাজে অনিয়ম দেখতে পেয়ে শিবগঞ্জ-মনাকষা সড়কে পাগলা নদীর ওপর সেতু নির্মাণ কাজে বাধা দেয় স্থানীয়রা। প্রবা ফটো

বৃহস্পতিবার সকালে উন্নয়ন কাজে অনিয়ম দেখতে পেয়ে শিবগঞ্জ-মনাকষা সড়কে পাগলা নদীর ওপর সেতু নির্মাণ কাজে বাধা দেয় স্থানীয়রা। প্রবা ফটো

স্থানীয়দের বাধার মুখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন আহম্মেদ মন্টু সেতুর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উন্নয়ন কাজে অনিয়ম দেখতে পেয়ে শিবগঞ্জ-মনাকষা সড়কে পাগলা নদের ওপরে সেতু নির্মাণ কাজে বাধা দেয় তারা। তবে স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ জেলার স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)। 

প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ অক্টোবর শিবগঞ্জ-মনাকষা সড়কে পাগলা নদের ওপর বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন আহম্মেদ মন্টু সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়। ১৭২ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৫৬ লাখ টাকা। নির্মাণাধীন এই সেতু ২০২৭ সালের জুলাই মাসে কাজ শেষ হওয়ার কথা। 

সাড়ে ২৭ কোটি টাকার এই সেতুটি নির্মাণ হলে কয়েকটি ইউনিয়নের আড়াই লাখ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। 

ঘটনাস্থলে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা গেলেও স্থানীয়দের তোপের মুখে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পর নির্মাণকাজ শুরু হয় এই সেতুর। সেতুটি নির্মাণে ৮০ ফুট গভীরে পাইলিং দেওয়ার কথা থাকলেও তা করছেন না মিস্ত্রিরা। সেতুর পিলারগুলোয় ২৫ মিলি মিটার রডের পরিবর্তে ২০ মিলি মিটার রড দিয়ে পাইলিং করা হচ্ছে। এ ছাড়াও দিনের বেলায় কেউই কাজ করে না রাতের অন্ধকারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে দাবি তাদের। 

স্থানীয় আব্দুল লতিফ বলেন, ‘সেতুটি নির্মাণে ব্যাপক অনিয়ম হচ্ছে। মানুষ যাতে দেখতে না পাই সেজন্য গভীর রাতে সব কাজ করা হচ্ছে। ৮০ ফুট গভীরে পাইলিং দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৪০ ফুট। এজন্যই আমরা সেতু নির্মাণে বাধা দিয়েছি।’

জিন্নাত আলী নামে আরেক ব্যক্তি বলেন, সেতুতে বালু সিমেন্ট সঠিক নিয়মে ব্যাবহার করা হচ্ছে না। নিম্নমানের বালু-সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রাং প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সেখানে স্থানীয়দের কেউই ছিল না। মূলত মাটির নিচে সমস্যা হওয়ার কারণে পাইলিং রডগুলো যথাযথভাবে দেওয়া যায়নি। আমরা জায়গা বদল করে অন্য জায়গায় পাইলিং করব।’

স্থানীয়দের অভিযোগগুলো কর্ণপাত না করে তিনি আরও বলেন, ‘পাইলিং নিয়ে সমস্যা হয়েছে তাই আপাতত কাজ বন্ধ রয়েছে।’

স্থানীয়দের বাধায় সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে এমন খবরে ঘটনাস্থল পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন। তিনি ঘটনাস্থলে গিয়ে ১২ মিটারের একটি স্পাইলার থাকলেও আরেকটি স্পাইলার না থাকার সত্যতা পান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা