× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়ম

রাস্তা কেটে টাকা দাবি, অচল আড়াই কোটি টাকার ব্রিজ

হুমায়ুন কবীর, ত্রিশাল (ময়মনসিংহ)

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১২:১১ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ২১:৫৬ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী ইজারাবন্দ গ্রামে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করায় অচল হয়ে পড়েছে আড়াই কোটি টাকায় নির্মিত একটি ব্রিজ। সম্প্রতি তোলা। প্রবা ফটো

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী ইজারাবন্দ গ্রামে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করায় অচল হয়ে পড়েছে আড়াই কোটি টাকায় নির্মিত একটি ব্রিজ। সম্প্রতি তোলা। প্রবা ফটো

ময়মনসিংহের ত্রিশালে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করায় আড়াই কোটি টাকায় নবনির্মিত একটি ব্রিজ কার্যত অচল হয়ে পড়েছে। ফলে গত এক সপ্তাহ ধরে ভোগান্তি পোহাচ্ছে কয়েকটি গ্রামের হাজারো বাসিন্দা। ঘটনাটি উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী ইজারাবন্দ গ্রামের।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা সদর হতে ত্রিশাল-পোড়াবাড়ি সড়কের চিকনা ভায়া ছলিমপুর সড়কটির প্রায় তিন কিলোমিটার পাকা। এরপর প্রায় দুশ মিটার কাঁচা রাস্তার পরই নাগেশ্বরী নদীর ওপর প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একটি নতুন ব্রিজ নির্মাণ করে এলজিইডি। 

দীর্ঘদিন বাঁশ-কাঠের তৈরি অস্থায়ী ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে মঠবাড়ি ইউনিয়নের অলহরী ইজারাবন্দ, জয়দা, ধূরধূরিয়া (ফুলবাড়িয়া) গ্রামের বিপুলসংখ্যক মানুষ দুর্ভোগ পোহাত। দুর্ভোগ লাঘবে সম্প্রতি ব্রিজটি নির্মাণ করা হয়।

সম্প্রতি পার্শ্ববর্তী ত্রিশাল ইউনিয়নের ছলিমপুর গ্রামের কিছু স্থানীয় লোকের বিরুদ্ধে নিজস্ব স্বার্থে অটোস্ট্যান্ড নিজেদের এলাকায় রাখতে রাস্তা কেটে রাখার অভিযোগ উঠেছে। ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বেশ কয়েকবার এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

তবে এ বিষয়ে ভিন্ন কথা বলছেন অভিযুক্ত ব্যক্তিরা। তারা বলছেন, অটোস্ট্যান্ড নিয়ে কথা হলেও মূল বিষয় ব্রিজ হওয়ার আগে ওই পাড়ের লোকজন রাস্তার জন্য টাকা দেওয়ার কথা বলে রাস্তার জমি নিয়েছিল। এখন তারা টাকা না দিয়ে টালবাহানা করছে।

ভুক্তভোগী আল ফারুক নামের একজন বলেন, ‘আমাদের অবহেলিত কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির পর ব্রিজটি হয়েছে। এতে মালামাল পরিবহনসহ আমাদের যাতায়াতে সময় এবং খরচ দুটিই কমেছে। কিন্তু নদীর ওই পাড়ের কিছু লোভী মানুষের কারণে গত এক সপ্তাহ ধরে আমরা ব্রিজ ব্যবহার করতে পারছি না। তারা রাস্তা কেটে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। তাদের কথা, কয়েকটি গ্রামের যাত্রীদের ব্রিজ পার হয়ে হেঁটে তাদের ওখানকার স্ট্যান্ডের অটোতে উঠতে হবে। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা চাই।’ 

ব্রিজ তৈরিতে জমি দেওয়া এক পরিবারের সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘সবার সুবিধার কথা চিন্তা করে অটোস্ট্যান্ড নিয়ে আলোচনা হয়েছিল। আমরা চেয়েছিলাম সবার সঙ্গে বসে যেভাবে সুবিধা হবে সেভাবে করতে। কিন্তু মূল বিষয় সেটা না, মূল বিষয় হলো তাদের কথা অনুযায়ী জমির মূল্য হিসেবে টাকা দেওয়ার শর্তে আমরা তাদের জমির ব্যবস্থা করে দিই। এখন বেশ কয়েকবার তারিখ করেও টাকা না দিয়ে তারা বিভিন্ন টালবাহানা করছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বারও জানে।’

ত্রিশাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য হাসিমুজ্জামান বলেন, ‘ঘটনাটি জানার পর ওই জায়গায় গিয়ে কাউকে পাইনি। আশপাশের লোকজন বলল, জমিদাতাদের না জানিয়েই রাস্তার মাপ নেওয়ায় তারা রাগ করছে।’

রাস্তার সংযোগ ছাড়াই ব্রিজ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ব্রিজ হওয়ার আগে ওখানে কোনো রাস্তা ছিল না, পরে রাস্তা হয়েছে। তবে রাস্তা কেন কাটল তা আমি বলতে পারব না।’

ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, ‘বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানা নেই আমার। শুনেছি রাস্তা কেটেছে। খোঁজ নিয়ে দেখব, যদি রাস্তা কেটে থাকে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এ বিষয়ে ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা