× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ০০:৪২ এএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১০:৪৬ এএম

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ওসমান চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (২০ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদালতপাড়ায় বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বিক্ষোভ মিছিল-পরবর্তী বক্তব্যে আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের দুটি পক্ষ মারামারিতে জড়ায়। বিএনপির আইনজীবীরা মারামারিতে সম্পৃক্ত ছিলেন না।  যুবলীগ সভাপতি ফজলে শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি আওয়ামী লীগ প্যানেলের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। যুবলীগ ক্যাডারদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মারামারির ঘটনায় রুহুল কুদ্দুস কাজল ও ওসমান চৌধুরীকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, সিনিয়র আইনজীবী রাকিবুল হাসান শিমুল, অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর, অ্যাডভোকেট কাজী আ. গাফফার, অ্যাডভোকেট সালাউদ্দিন ভূঁইয়া সবুজ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা