ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৪:৫৯ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪ ১৯:৫০ পিএম
এক দুস্থ নারীকে আর্থিক অনুদানের চেক দেওয়া হচ্ছে। প্রবা ফটো
ভোলায় দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজবেসা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। এ সময় তিনি ভোলা জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জন দুস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণ করেন।
৩২ জনের মধ্যে একজনকে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়। আর বাকি ৩১ জনকে ৫ হাজার টাকার চেক দেওয়া হয়।