× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা পদক থেকে অরণ্য চিরানের নাম প্রত্যাহারের দাবি

ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৪:৫৪ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৪ ১৫:৫০ পিএম

ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

স্বাধীনতা পদক থেকে অরণ্য চিরানের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। 

বুধবার (২০ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফ, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সমীরণ কুমার সিংহ, শহর শখার সভাপতি বিপুল হাজং, স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ বিভাগীয় শাখার সদস্য প্রভাষক মো. ফরিদুর ইসলাম লিপু প্রমুখ।

আলী ইউসুফ বলেন, অরণ্য চিরান স্বাধীনতা পুরস্কারের যোগ্য নন। এনজিওতে চাকরি করে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। সমাজসেবায় তার কোনো অবদান নেই। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করলেই সত্যতা পাওয়া যাবে। জাতীয় পর্যায়ে ঘোষিত পুরস্কার যদি ভুল বা অযোগ্য ব্যক্তি পান তাহলে দুঃখের শেষ নেই। অরণ্য চিরানের নাম প্রত্যাহার করে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।’ 

তিনি বলেন, ‘যারা অরণ্য চিরানকে স্বাধীনতা পদকে মনোনয়ন পেতে সাহায্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।’

এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে অরণ্য চিরান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঈর্ষান্বিত হয়ে পুরস্কারপ্রাপ্তি নিয়ে অযথা সমালোচনা করছেন তারা। আদিবাসীদের অধিকার আদায়ে কাজ করেছি। সরকারের সঙ্গে তাদের সেতুবন্ধন তৈরি করে দিয়েছি। এ ছাড়াও আদিবাসীদের ভূমি নিয়ে বিরোধ, পারিবারিক কলহ নিষ্পত্তিতে কাজ করেছি, যাতে করে আদালতের দ্বারস্থ হতে না হয়। সুবিধাবঞ্চিত অনেক শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিয়েছি। আমার কাজের প্রতিদান স্বরূপ স্বাধীনতা পদক পেয়েছি। এই প্রাপ্তি আমাকে ভালো কাজের আরও উৎসাহ দেবে।’

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক-২০২৪ এর জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তি মনোনীত হয়েছেন। গত ১৫ মার্চ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত মনোনীতদের ওই তালিকায় রয়েছেন ময়মনসিংহের তিনজন। চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, ক্রীড়ায় ফিরোজা খাতুন এবং সমাজসেবায় অবদানের জন্য অরণ্য চিরান মনোনীত হয়েছেন। ময়মনসিংহ নগরীর তিনজন রাষ্ট্রের সর্বোচ্চ পদক পাওয়ায় সর্বমহলে বেশ আলোড়ন তৈরি হয়েছে। মনোনীতদের ফুলেল শুভেচ্ছা যানাচ্ছেন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন। তবে স্থানীয়ভাবে মতানৈক্য তৈরি হয়েছে অরণ্য চিরানকে ঘিরে। বিতর্কিত আখ্যা দিয়ে তার পদক বাতিলের দাবি জানিয়ে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের একাংশ লিখিত আবেদন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা