প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৩:৪০ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪ ১৪:২২ পিএম
ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহমদ আলী (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ। প্রবা ফটো
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আহমদ আলী চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলাইমান আকাশ।
মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা সদরে জেলা পরিষদ ডাক বাংলোতে সংগঠনের জরুরি সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল আলম। সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
কমিটির নতুন নির্বাচিত সভাপতি আহমদ আলী চৌধুরী মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক। আর সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি।
একই দিন ১৬ সদস্যবিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। কার্যকরী কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি এস এম আক্কাস (প্রতিদিনের কাগজ), যুগ্ম সম্পাদক আবু মনসুর (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক (দৈনিক আনন্দ বার্তা), অর্থ সম্পাদক আলমগীর নিশান (এশিয়ান টিভি), দপ্তর ও গ্রন্থকার সম্পাদক ওবায়দুল আকবর রুবেল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন জিকু (দৈনিক সাঙ্গু ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো সেলিস (বিজয় টিভি), সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক সকালের সময়)। এ ছাড়া কার্যকরী কমিটির নির্বাহী সদস্য হলেন- ইকবাল হোসেন মঞ্জু ( দৈনিক সমকাল), শওকত হোসেন করিম (প্রিয় চট্টগ্রাম), সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল), সিরাত মঞ্জুর (বার্তা ২৪), কামরুল ইসলাম সবুজ ( দৈনিক চট্টগ্রাম পাতা) প্রমুখ।
নির্বাচিত নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের আশাবাদ, ফটিকছড়ি সাংবাদিকদের আধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে এ সংগঠন।