× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত

জন্মনিবন্ধনের সূত্র ধরে ৪ মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ২২:১৭ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ২৩:২৫ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে রবিবার লাইনচ্যুত হয় বিজয় এক্সপ্রেস। প্রবা ফটো

কুমিল্লার নাঙ্গলকোটে রবিবার লাইনচ্যুত হয় বিজয় এক্সপ্রেস। প্রবা ফটো

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এই মামলায় জন্মনিবন্ধনের সূত্র ধরে চার মাদ্রাসা শিক্ষার্থীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে ‍পুলিশ। 

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আসামিদের কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত সোমবার রেলওয়ের পিডব্লিউ লিটন চাকমা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। প্রতিদিনের বাংলাদেশেকে এসব তথ্য নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলো- চৌদ্দগ্রাম উপজেলার তেলিগ্রামের কাজী সামির, একই গ্রামের কাজী আল আমিন, শাকিবুল হাসান ফাহিম ও আবদুল্লাহ আল মামুন জিহাদ। তারা সবাই মাদ্রাসাছাত্র।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, গত সোমবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষ চারজনকে আসামি করে লাকসাম থানায় মামলা করেন। এর পরপরই অভিযান চালিয়ে তেলিগ্রাম থেকে তাদের আটক করা হয়। ঘটনার আগে কয়েকজন কিশোর রেললাইনের ওপর ঘোরাঘুরি করতে থাকলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় তারা একটি স্কুলব্যাগ ফেলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে রেললাইনের ৩টি বিয়ারিং প্লেট ও জন্মনিবন্ধনের কাগজ পাওয়া যায়। ওই নিবন্ধনের কাগজের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

তিনি জানান, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে, এমন ধারণা থেকে বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে ওই মামলাটি করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গেল রবিবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর তেজের বাজার এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ১৫ ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। একটি লাইন মেরামতের পর রেল চলাচল শুরু হলেও এখনও ট্রেনের বগিগুলো উদ্ধার কাজ চলছে। গরমের কারণে রেললাইন বেঁকে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানায় রেল কর্তৃপক্ষ। তবে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে আসলে কী কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে আলাদা তদন্ত কমিটির মাধ্যমে কারণ অনুসন্ধান করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা