× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর সিটি করপোরেশনের বর্জ্য সংগ্রহকারীদের চার্জার ভ্যান প্রদান

রংপুর অফিস

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৯:২০ পিএম

রংপুর সিটি করপোরেশন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নিতে বর্জ্য সংগ্রহকারীদের মাঝে ১৬টি বর্জ্য পরিবহন চার্জার ভ্যান প্রদান। প্রবা ফটো

রংপুর সিটি করপোরেশন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নিতে বর্জ্য সংগ্রহকারীদের মাঝে ১৬টি বর্জ্য পরিবহন চার্জার ভ্যান প্রদান। প্রবা ফটো

রংপুর সিটি করপোরেশন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নিতে বর্জ্য সংগ্রহকারীদের মাঝে ১৬টি বর্জ্য পরিবহন চার্জার ভ্যান দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও। মঙ্গলবার (১৯ মার্চ) রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে বর্জ্য পরিবহন ভ্যান প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের সচিব জয়শ্রী রানী, বিএসআরএমর জোনাল হেড মোস্তাফিজুর রহমান, ফিনিস মন্ডিয়ালের কান্ট্রি ডিরেক্ট্রর উম্মে ওয়াহিদা আনজুম, কমকর্তা মজিবুর রহমান, ইএসডিওর প্রকল্প সমন্বয়কারী জুলফিকার ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর, সাংবাদিকসহ পরিচ্ছন্নতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘রংপুর সিটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইএসডিওর মতো অনেক উন্নয়ন সংস্থা আমাদের পাশে দাঁড়াচ্ছে। এতে করে সিটি করপোরেশনের কাজে অনেক সহযোগিতা করছেন তারা। রংপুর সিটিকে ক্লিন সিটি ও গ্রীন সিটিতে পরিণত করার যে আমাদের স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তা বাস্তবায়ন করতে হলে সকলের মাঝে সচেতনতাবোধ আনতে হবে। সিটির প্রতিটি নাগরিক যদি নিজ দায়িত্বে রংপুর সিটিকে পরিষ্কার রাখার ব্রত নেয়, তাহলে রংপুর সিটি হবে দেশের সবচেয়ে পরিষ্কার সিটি। পরে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে চার্জার ভ্যানে চাবি তুলে দেন সিটি মেয়র।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা