× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে গৃহযুদ্ধ

ওপারে ‘ধ্বংসযজ্ঞের’ বর্ণনা এপারে আসা ব্যবসায়ীদের মুখে

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৮:০৩ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৯:৩৫ পিএম

জান্তার বিমান হামলায় ধ্বংসপ্রায় রোহিঙ্গাদের একটি বাড়ি। মিয়ানমারের আরাকান অঞ্চলের রাখাইন রাজ্যের থারডার গ্রামে সোমবার তোলা। ছবি : ইরাবতীর সৌজন্যে

জান্তার বিমান হামলায় ধ্বংসপ্রায় রোহিঙ্গাদের একটি বাড়ি। মিয়ানমারের আরাকান অঞ্চলের রাখাইন রাজ্যের থারডার গ্রামে সোমবার তোলা। ছবি : ইরাবতীর সৌজন্যে

দেড় মাসের বেশি সময় পার হয়েছে– মিয়ানমারের আরাকান অঞ্চলের রাখাইন রাজ্য ঘিরে চলা জান্তাবিরোধী সংঘাত। এত দিনে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) লড়াই কতদূর এগিয়েছে– সেটি এখন বড় প্রশ্ন। আরাকান অঞ্চলের একাংশে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত। এপারে অবস্থান কক্সবাজারের টেকনাফ উপজেলার কয়েকটি এলাকা। কিছুদিন ধরে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ কম পাওয়া যাচ্ছে, রাত গড়ালেই সংঘাত তীব্র থেকে তীব্র হতে থাকে, যা চলে ভোর পর্যন্ত– এমনটা জানিয়েছেন টেকনাফ সীমান্তবর্তী বাসিন্দারা

স্থানীয়রা জানান, সবশেষ সোমবার (১৮ মার্চ) রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টেকনাফের সীমান্ত এলাকায় থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে। সংঘাতের শুরু থেকে গোলাগুলির আওয়াজ সব সময় শোনা যাচ্ছে। তবে আগের চেয়ে সোমবার রাতে এই আওয়াজ ছিল অনেক বেশি। 

টেকনাফের হ্নীলা সীমান্তের ওয়াব্রাং এলাকার বাসিন্দা মো. রফিক বলেন, ‘গত রাতে থেমে থেমে বিস্ফোরণে বাড়িঘর তর তর করে কেঁপে ওঠে।’ 

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘তারাবি নামাজ শেষ করে একটা দোকানে বসে আছি। হঠাৎ ওপার থেকে গুলি ও মর্টার শেলের বিকট আওয়াজ আসতে শুরু হয়। সঙ্গে সঙ্গে মনে হলো আমাদের এখানে মাটি কেঁপে উঠেছে।’

রাতে কেন লড়াই

সীমান্তের একাধিক সূত্র নিশ্চিত করেছে– ফেব্রুয়ারির শুরুর দিক থেকে চলা সংঘাতে রাখাইনের উপ শহর মংডু, বুচিডং ও রাচিডং লন্ভডন্ড হয়ে পড়েছে। রাখাইন রাজ্যের রাজধানী ও বন্দর নগরী সিতওয়ের সঙ্গে এই তিন শহরের সরাসরি সড়ক ও নৌপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শহরগুলোয় খাদ্যসামগ্রীসহ জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে– এ কারণে দিনের বেলায় সংঘাত সীমিত রেখে রাতে লড়ছে উভয় পক্ষ।

একই ধারণা এপারের সীমান্ত ঘেঁষা বাসিন্দাদেরও। এ ব্যাপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘কয়েক দিন ধরে মংডুর আশপাশের গ্রামগুলোতে দিনের বেলায় গোলাগুলি-মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। তবে রাতে কয়েকটি গ্রামে থেমে থেমে গুলির শব্দ শোনা যেত। গত রাতে পর পর বিকট শব্দ, মর্টার শেল বিস্ফোরণ এপারের লোকজনকে ভাবিয়ে তুলেছে।’

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানির সীমান্ত বাণিজ্য কার্যক্রম চলে রাখাইনের সিথুয়ে বন্দর ও টেকনাফ স্থলবন্দর হয়ে। একই প্রসঙ্গে প্রতিদিনের বাংলাদেশের কথা হয় এপারে আসা মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে।

তারা জানান, টানা দেড় মাসের বেশি ধরে মংডুর উত্তর ও দক্ষিণের কয়েকটি গ্রামে গুলি, শক্তিশালী গ্রেনেড-বোমা ও মর্টার শেল বিস্ফোরণ ঘটছে। লন্ভডন্ড হয়ে পড়েছে মংডু উপশহরসহ উত্তর দিকের কুমিরখালী, বলিবাজার, নাকপুরা, নাইচাডং, কোয়াচিডং, কেয়ারিপ্রাং ও পেরাংপ্রুসহ বেশ কয়েকটি গ্রাম।

এ ব্যাপারে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, ‘রোজার মাসেও রাতে বিস্ফোরণের শব্দ এপারের লোকজনের উদ্বেগ বাড়িয়ে তুলছে। শক্তিশালী গ্রেনেড ও মর্টার শেলের বিস্ফোরণে কাঁপছে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, হাঙ্গরডেইল, কুলালপাড়া, অলিয়াবাদসহ বেশকটি গ্রাম। শিগগিরই যে এই পরিস্থিতি থেকে উত্তরণ হবে, সে লক্ষণও দেখা যাচ্ছে না।’

জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতের তীব্রতার ব্যাপারে অবগত হয়ে নিজেদের প্রস্তুত রেখেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী– বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যদের তৎপর রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা