সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৭:৪২ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৮:০০ পিএম
প্রতীকী ছবি
সাতক্ষীরায় শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার (১৮ মার্চ) সকালে তালা উপজেলায় এ ঘটনা ঘটে।
ওই শিশুর বাবা জানান, সোমবার সকাল ৯টার দিকে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই সময় তার মেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পরে বাড়ির পাশের প্রতিবেশী দাদু ভীম সানা তার মেয়েকে ডেকে নেয়। এরপর তাকে ধর্ষণ করে। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায় তার স্ত্রী। সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে শিশুটিকে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য পংকজ রায় বলেন, ‘ধর্ষণের ঘটনাটি শুনেছি। তবে ভুক্তভোগী ও ধর্ষক পরস্পর আত্মীয় হওয়ায় বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে।’
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক মীর মাহাফুজ প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি ধর্ষণের স্বীকার হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।