বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ২৩:৫৫ পিএম
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম বলেছেন, ‘আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন; কাজ করার, জনগণের সেবা করার। আমি কাজে বিশ্বাসী, কথায় না। বোয়ালখালীর উন্নয়নে নানান কাজে হাত দিয়েছি। কালুরঘাট সেতু, নদীভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন। ঈদের পর থেকে পুরোদমে কর্মযজ্ঞ শুরু হবে।’
সোমবার (১৮ মার্চ) দুপুরে বোয়ালখালীর নুরুল হকের টেক সংলগ্ন মাঠে আলী আহমদ কমিশনার সড়কের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পোপাদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান এসএম জসিম উদ্দীন। এসএম এরশাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, শামীম আরা বেগম, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা নুরুল ইসলাম, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, ঠিকাদার আবু তৈয়ব প্রমুখ।
রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১০ দশমিক ৩০ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি কার্পেটিং ও আরসিসি ঢালাই দেওয়া হবে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে মেসার্স নিপা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। শাকপুরা মুরগির ফার্ম থেকে শাকপুরা ইউনিয়ন, পৌরসভার গোমদন্ডী, পোপাদিয়া, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে বিস্তৃত এ সড়ক সংস্কার হলে প্রায় ২ লাখ মানুষ উপকৃত হবে।