× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রী হত্যার ১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ২২:৫৪ পিএম

স্ত্রী হত্যার ১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

মানিকগঞ্জের সিঙ্গাইরে যৌতুকের দাবিতে স্ত্রী সালমা আক্তার হত‌্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী লাল চান ওরফে রবিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১৭ মার্চ) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার লাল চান উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসন্দিা। গ্রেপ্তার ও দণ্ড এড়াতে তিনি ১৯ বছর পালিয়ে ছিলেন। তাকে সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৪, সিপিসি-৩-এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে মামলার বিবরণের বরাতে জানানো হয়, ২০০০ সালের জুনে লাল চানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই ইউনিয়নের দক্ষিণ শাহরাইলের সালমা আক্তারের। বিয়ের পরই লাল চান নেশা ও জুয়ার সঙ্গে জড়িয়ে কর্মহীন হয়ে পড়েন। এরপর থেকেই সালমা আক্তার ও তার পরিবারের কাছে যৌতুক দাবি করতে থাকেন। যৌতুক না দেওয়ায় সালমাকে প্রায় সময় মারধর করতেন লাল চান। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠকও হয়েছে। সবশেষ ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি লাল চানের পিটুনিতে নিহত হন সালমা আক্তার। পরদিন নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলায় তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে লাল চানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১৭ সালের ৩০ মার্চ লাল চানকে মৃত্যুদণ্ড দেন। গ্রেপ্তার এড়াতে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এদিকে মামলার পর গ্রেপ্তার এড়াতে লাল চান রবিন ছদ্মনামে দেশের বিভিন্ন এলাকায় বসবাস করেন। তিনি বারবার পেশা বদল করেন। কখনও কাঠমিস্ত্রি, আবার কখনও দিনমজুরির কাজ করেছেন। প্রথম স্ত্রী হত্যার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। সেখানে একটি কন্যা সন্তানও রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা