× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামলা করায় বন বিভাগের কর্মকর্তাকে হত্যার হুমকি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ২০:২৮ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ২০:৪৩ পিএম

অভিযুক্ত মুন্সিগঞ্জ ইউনিয়নের সদস্য জিয়াউর রহমান। ফাইল ফটো

অভিযুক্ত মুন্সিগঞ্জ ইউনিয়নের সদস্য জিয়াউর রহমান। ফাইল ফটো

সাতক্ষীরায় বনকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলার জেরে বন কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৮ মার্চ) ওই বনকর্মকর্তা থানায় জিডি করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমকি পাওয়া পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মো. ফজলুল হক বলেন, ‘শনিবার রাতে মুন্সিগঞ্জ ইউনিয়নের সদস্য জিয়াউর রহমানের নেতৃত্বে টহলরত বনকর্মী ও সিপিজি সদস্যদের ওপর হরিনগর বাজারে হামলা হয়। এ ঘটনায় রবিবার রাতে আহত সিপিজি কর্মী রজব আলী বাদী হয়ে জিয়াউর রহমানকে প্রধান আসামি করে তার ১২ সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য জিয়াউর সোমবার সকাল নয়টার দিকে তাকে ফোন দিয়ে চুনকুড়ি টহল ফাঁড়ির ওসি মোস্তফা মামুন বিল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে হত্যাসহ চুনকুড়ি টহল ফাঁড়ি এবং কদমতলা স্টেশনের বনকর্মীদের তার এলাকার মধ্যে দেখা গেলে মারপিটসহ নারী ঘটিত মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন।‘

চুনকুড়ি টহল ফাঁড়ির ওসি মোস্তফা মামুন বিল্লাহ বলেন, শনিবার রাতে হামলার ঘটনায় তিন বনরক্ষীসহ চার সিপিজি সদস্য আহত হন। ওই ঘটনায় মামলার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ ইউপি সদস্য জিয়াউর রহমান তাকে হত্যার হুমকি দিয়েছেন।

হুমকির অভিযোগের বিষয়ে জানতে মুন্সিগঞ্জ ইউনিয়নের সদস্য জিয়াউর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, মোবাইলে হুমকির ঘটনায় বনবিভাগের কর্মকর্তা মোস্তফা মামুন বিল্লাহ সাধারণ ডায়েরি করেছেন। বনকর্মীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা