× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে যাত্রী নামানোয় ৫৯ বাহনকে মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ২০:১৬ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ২১:২৫ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ সদস্যরা। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ সদস্যরা। প্রবা ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীদের আঞ্চলিক লেনে না নামিয়ে মহাসড়কের মাঝখানে নামানোর অভিযোগে ৫৯টি দূরপাল্লার যানবাহনকে মামলা দিয়েছেন হাইওয়ে পুলিশ। 

সোমবার (১৮ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে মামলা দেওয়া হয়।

শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘ব্যস্ততম মহাসড়কে প্রায়ই গাড়ি চালকরা সড়কের মাঝখানে যাত্রী নামিয়ে থাকেন। মাঝখানের লেনে নামানোর ফলে ডিভাইডার টপকাতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। প্রতিদিনের মতো আজও একই কর্মকাণ্ড করার সময় ৫৯টি যানবাহনকে মামলা দেওয়া হয়েছে। আশা করছি, ভবিষ্যতে কোনো যানবহন আর শিমরাইল অংশে এখানে যাত্রী নামাবে না।’

আট লেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানের চারটি লেন নিরবচ্ছিন্নভাবে দ্রুতগামী যানবাহন চলাচলের জন্য। দুই পাশের বাকি চারটি লেন (সার্ভিস লেন) লোকাল যানবাহন চলাচল ও যাত্রী ওঠানামার জন্য। কিন্তু  শিমরাইলে নিয়ম ভেঙে মহাসড়কের নিরবচ্ছিন্ন লেনে যাত্রীদের নামাচ্ছেন পরিবহন শ্রমিকেরা। এতে মাঝখানের এই লেন থেকে এক পাশে যেতে সড়ক বিভাজক টপকাতে বাধ্য হন যাত্রীরা। টাকার বিনিময়ে মই দিয়ে সড়ক বিভাজক পারাপারের একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। পরে পারাপারে ব্যবহৃত মইসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা