× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতন না দিয়ে মিল বন্ধ, সড়ক অবরোধ করে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ২০:৫৩ পিএম

সৈয়দপাড়া এলাকায় আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। প্রবা ফটো

সৈয়দপাড়া এলাকায় আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন না দিয়ে মিল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শারমিন স্টিল মিলের শ্রমিকরা। সোমবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকায় আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, বেআইনিভাবে বন্ধ শারমিন স্টিল মিলস লিমিটেড অবিলম্বে চালু করা, বকেয়া মজুরি পরিশোধ, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এ সময় প্রায় আধা ঘণ্টা তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলটিতে শতাধিক শ্রমিক কাজ করতেন। দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। তাদের এই বেতন পরিশোধ না করেই গত ফেব্রুয়ারি মাসে মিল বন্ধ করে দেওয়া হয়। মালিকপক্ষ তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখনও তা পরিশোধ করেনি। এর ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। তাই বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।

এ বিষয়ে শারমিন স্টিল মিলের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশের (অঞ্চল-৪) এএসআই ফরিদ বলেন, ‘সড়ক অবরোধ করে আন্দোলন করায় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তাদের বেতন বুঝিয়ে দেওয়ার বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলব।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এই আন্দোলন করেন। খবর পাওয়ামাত্রই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা