চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১৯:৪৬ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪ ২০:৫৬ পিএম
তরমুজের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামে আড়তে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো
চট্টগ্রামে তরমুজের অস্বাভাবিক মূল্যের জন্য আড়তদারদের চূড়ান্তভাবে সতর্ক করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তাদের আড়তগুলোতে তরমুজ ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকালে নগরীর ফিরিঙ্গিবাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের একটি টিম। এতে দুই আড়তদারকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অভিযানের সময় উপস্থিত কৃষক ও আড়তমালিকের দেওয়া তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, গড়ে প্রতি ১০০টি তরমুজের উৎপাদন খরচ ১০ হাজার টাকার কাছাকাছি। সেখানে উৎপাদন পর্যায়েই তরমুজগুলো গড়ে ১৫ হাজার এবং পাইকারি পর্যায়ে ২০ হাজার টাকার ওপর বিক্রি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী, যেকোনো ফলে উৎপাদন পর্যায়ে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ২০ শতাংশ লাভের বিধান রয়েছে। এ সময় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়। ক্রয়-বিক্রয় রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ইসলাম ট্রেডার্সকে ৫ হাজার এবং মদিনা ফার্মকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত বাজার তদারকি করছেন। কোনোভাবেই বাজারকে অস্থিতিশীল করা যাবে না।’
অভিযানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর এবং কোতোয়ালি থানা পুলিশের একটি দল।