রাজশাহী অফিস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১৭:৫২ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪ ১৯:২৯ পিএম
রাজশাহীতে পুলিশের উদ্যোগে ছয়শ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়েছে। প্রবা ফটো
রমজান মাসে খেটে খাওয়া মানুষের কাছে সরকারের বেধে দেওয়া ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
সোমবার (১৮ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এই মাংস বিক্রি করা হয়।
পুলিশ জানায়, রাজশাহী মহাগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছিল না। এ সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে আসে। তখন তিনি খেটে খাওয়া মানুষের কথা ভেবে রমজান মাসে সরকারের নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ১৮ মার্চ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রায় ৯ মণ ওজনের একটি গরু জবাই করা হয়। ৬০০ টাকা কেজি দরে নগরীর খেটে খাওয়া মানুষ এ মাংস কেনেন। একজন সর্বোচ্চ ২ কেজি মাংস কিনতে পেরেছেন। পরবর্তীতে এই কার্যক্রম বাড়ানো হবে।
সরকার শুক্রবার (১৫ মার্চ) কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪ (ঝ) ধারার ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষি এসব পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করে।