× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় জামায়াতকর্মী সন্দেহে ইফতার মাহফিল থেকে আটক ৯

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ২১:২৯ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ২২:০৬ পিএম

 বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় রেড চিলি রেস্তোরাঁ। প্রবা ফটো

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় রেড চিলি রেস্তোরাঁ। প্রবা ফটো

বগুড়ায় ওলামায়ে মাশায়েখ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠান থেকে জামায়াত নেতাকর্মী সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মার্চ) বিকালে শহরের জলেশ্বরীতলা এলাকায় রেড চিলি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।

আটকদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়া ডিবির অফিসার ইনচার্জ মুস্তাফিজ হাসান।

তিনি বলেন, ‘বিকালে জলেশ্বরীতলা এলাকায় রেড চিলি রেস্তোরাঁয় জামায়াত নেতাকর্মী সন্দেহে  ৯ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। আমাদের অভিযান এখনও চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

রেড চিলি রেস্তোরাঁর ব্যবস্থাপক আরিফ হোসেন বলেন, ‘বেলা ৩টার দিকে ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতার মাহফিল শুরু হয়। শুরুর এক ঘণ্টার মধ্যে পুলিশের লোকজন আসে। সেখান থেকে ৯ জনকে আটক করে নিয়ে যায়। এখানে প্রায় ৬০ জনের ইফতার করার কথা ছিল। আমাদের বলা হয়েছিল, এখানে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত থাকবেন। এর বেশি কিছু জানি না।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ। তিনি বলেন, ‘আমি বগুড়ায় নতুন এসেছি। ইফতার মাহফিলে জেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত থাকবেন বলে আমাকে দাওয়াত দেওয়া হয়। আমি সেখানে গিয়ে ভিন্ন কিছু দেখে বিব্রত হই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা