× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশিক্ষিত তরুণ-তরুণী হবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কারিগর : স্পিকার

রংপুর অফিস

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৭:৩২ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৭:৩৪ পিএম

প্রশিক্ষিত তরুণ-তরুণী হবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কারিগর : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জয় সেট সেন্টার, শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে অধিক সংখ্যক তরুণ-তরুণীকে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। যারা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কারিগরে পরিণত হবে।’

রবিবার (১৭ মার্চ) নিজ নির্বাচনী এলাকা রংপুর পীরগঞ্জে দুই দিনের সফরে এসে উপজেলা পরিষদ ভবনে  ‘জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ এর ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

স্পিকার বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন। সে পরিকল্পনা নিয়ে দেশ এগিয়ে চলেছে। পীরগঞ্জে জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের মাধ্যমে তরুণ-তরুণীরা তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেবে। সেই সঙ্গে এখান থেকে সাধারণ মানুষ তথ্য প্রযুক্তি নিয়ে নানা সেবা নিতে পারবে।’ 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ই-কমার্স, কুরিয়ার সার্ভিস, আর্থিক লেনদেনের হাব হিসেবে প্রত্যেকটি পোস্ট অফিসকে স্মার্ট পোস্ট অফিসে রূপান্তর করা হবে। পোস্ট অফিসের সেবাকে সার্ভিস পয়েন্টে রূপান্তর, ই-সেন্টারের অনিয়ম দূর করা হবে। সেই সঙ্গে চলতি মাসে পাইলটিংভাবে পোস্ট অফিসের পাঁচটি এবং আগামী মে মাসে সারা দেশে ৫০০টি স্মার্ট সার্ভিস পয়েন্টের উদ্বোধন করা হবে।’ 

ডাক বিভাগকে মেইল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস সেন্টারে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘স্মার্ট ডাকঘরে পরিণত করতে আমি বিভাগ, জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সভা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। ডাক বিভাগের আধুনিকায়নে নতুন আইন প্রণয়নের মাধ্যমে স্মার্ট ডাকসেবা নিশ্চিত করা হবে।’ 

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রতি বছর ২৫ লাখ শিক্ষিত তরুণ-তরুণী কর্মজীবনে প্রবেশ করছে। তাদের দক্ষতা ও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। আমরা পাঁচ মাসের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করছি। এ কার্যক্রমের অংশ হিসেবে রংপুর বিভাগের ১ হাজার ১৯০ জন নারী উদ্যোক্তাকে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হবে। আমরা ইতোমধ্যে ২৫ হাজার ১২৫ জন নারী উদ্যোক্তা তৈরি করেছি। উপজেলা পর্যায়ে জয় সেট সেন্টার, জেলা পর্যায়ে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার ও বিভাগীয় পর্যায়ে হাইটেক পার্ক নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।        

এ সময় উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এরোমা দত্ত, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানসহ প্রমুখ।

এরপরে জেন্ডারভিত্তিক ডিজিটাল ডিভাইড কমিয়ে আনতে আইসিটি বিভাগের অধীন ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ১৯টি উপজেলায় ১ হাজার ১৯০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা