× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের নানা উদ্যোগে দ্রব্যমূল্য অনেকটাই কমেছে : হানিফ

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৯:১৩ পিএম

ভেড়ামারার বাহাদুরপুরের মাধধপুর মাদ্রাসা মাঠে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে রমজানের সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। প্রবা ফটো

ভেড়ামারার বাহাদুরপুরের মাধধপুর মাদ্রাসা মাঠে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে রমজানের সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। প্রবা ফটো

অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার থেকে বিরত রাখতে সরকার ইতিমধ্যে বাজার নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে। সরকারের নানা উদ্যোগের ফলে অনেকটাই কমেছে এসেছে দ্রব্যমূল্যের বাজার।

শনিবার (১৬মার্চ) সকালে ভেড়ামারার বাহাদুরপুরের মাধধপুর মাদ্রাসা মাঠে গত রবিবারের (১০মার্চ) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে রমজানের সামগ্রী বিতরণকালে একথা বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।


জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামারুল আরেফিন এমপি (কুষ্টিয়া-২), অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসিন আল মুরাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু্ল কাশেম জোয়ার্দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম,  জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ভেড়ামারায় গত রবিবারের (১০মার্চ) ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ হেক্টর জমির পান বরজ পুড়ে যায়। এঘটনায় ২ হাজার পানচাষীর প্রায় ৪০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা