× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গজারিয়ায় ৩৫০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৯:০৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩ হাজার ৫০০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। প্রবা ফটো

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩ হাজার ৫০০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। প্রবা ফটো

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় ৩ হাজার ৫০০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। শনিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া, বাউশিয়া, ভবেরচর ইউনিয়নের ১০ কিলোমিটারজুড়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিদর্শন করেন তিতাস গ্যাসের ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনর রশীদ মোল্লা ও তিতাস গ্যাসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী আনিসুর রহমান।


আবাসিক সংযোগ ছাড়াও দুটি ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিতাস গ্যাস মেঘনা অঞ্চলিক বিপনণ অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁ অঞ্চলিক বিপণন অফিসের জেনারেল ম্যানেজার সুরুজ আলম, গজারিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আক্তার উজ জামান, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রধান, ভবেরচর ইউপি প্যানেল চেয়ারম্যান সাদত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানার পুলিশ।

এর আগে গত ৫ মার্চ মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করতে গিয়ে জনগণের তোপের মুখে পড়েন তিতাস কর্মকর্তারা। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে করতে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। সে ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হন। পরে গজারিয়া থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ও আরো দুই হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা