× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাপ্রতিষ্ঠানের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৪:২৮ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ১৪:৪৬ পিএম

শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে ভাওয়াল মির্জাপুর বাজারের চার রাস্তায় বিক্ষোভ শুরু করে। প্রবা ফটো

শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে ভাওয়াল মির্জাপুর বাজারের চার রাস্তায় বিক্ষোভ শুরু করে। প্রবা ফটো

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণ করার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। এ সময় তাদের সঙ্গে অবিভাবক ও শিক্ষকরা একাগ্রতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেন। 

শনিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে ওই কলেজের কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে ভাওয়াল মির্জাপুর বাজারের চার রাস্তায় এসে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা আঞ্চলিক সড়ক অবরোধ করে, এতে দীর্ঘ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা জানান, ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। বর্তমান এখানে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই প্রতিষ্ঠানের সভাপতি।  এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের দুটি রাস্তা থাকলেও পূর্ব দিকের রাস্তাটি বেশি কার্যকর। স্কুল প্রতিষ্ঠার পর তৎকালীন মন্ত্রী স্থানীয়দের থেকে জমি নিয়ে রাস্তাটি করে দেন। তবে জমিদাতা মুরুব্বিরা মারা যাবার পর থেকে বিদ্যালয়ের রাস্তাটি দখলের পাঁয়তারা শুরু করে তাদের ওয়ারিশরা। বিদ্যালয়ের প্রধান রাস্তাটি দখল করে পাইলিং করে মার্কেট নির্মাণ করছেন মির্জাপুর এলাকার বাসিন্দা ব্যবাসায়ী সাইফুল ইসলাম নাঠু। তাকে সবাই নাঠু মুসল্লি বলেই চিনে। কয়েক দফায় স্থানীয় লোকজন, কলেজ কর্তৃপক্ষসহ অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করলেও কাজ হয়নি। শিক্ষার্থীরা বলছে মার্কেট নির্মাণ বন্ধ করে তাদের চলাচলের রাস্তা ঠিক রাখতে হবে। না হলে সামনে আরও কঠোর আন্দোলন করা হবে।  

এ বিষয়ে জানতে ওই মার্কেট মালিক সাইফুল ইসলাম নাঠুর মোবাইল ফোনে বার বার কল করলেও তিনি রিসিভ করেননি। 

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ সনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘১৯৫৫ সালে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। দুই হাজারেরও বেশি শিক্ষার্থী বর্তমানে এ প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানে প্রবেশের মূল রাস্তাটি কেটে স্থানীয় নাঠু মুসল্লি মার্কেট নির্মাণ করছেন। আমরা প্রশাসনকে জানিয়েছি, দায়িত্বশীলদের মাধ্যমেও তাকে বুঝানোর চেষ্টা করেছি কিন্তু সে শোনেননি। এজন্য শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমরা শিক্ষার্থীর সঙ্গে একাগ্রতা প্রকাশ করে বলতে চাই দ্রুত স্কুলের রাস্তা থেকে মার্কেট নির্মাণ বন্ধ করা হোক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা