মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ২২:৪৭ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪ ২৩:১৪ পিএম
বীর মুক্তিযোদ্ধা ইলা রাণী রায়। প্রবা ফটো
বীর মুক্তিযোদ্ধা ইলা রাণী রায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে বার্ধক্যজনিত কারণে কিশোরগঞ্জ পৌরসভার সতাল এলাকায় নিজ বাসায় তিনি মারা যান।শুক্রবার (১৫ মার্চ) সকালে তার মরদেহ জাতীয় পতাকায় আবৃত করে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর পুলিশ সদস্যদের সশস্ত্র সালামের মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম শ্যামল মিয়া। রাষ্ট্রীয় মর্যাদা শেষে শ্মশানে ইলা রাণীর শেষকৃত্য সম্পন্ন হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম শ্যামল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইলা রানির স্বামী নেত্রকোনার সুকুমার ভাওয়াল ব্রিটিশ আমলে টঙ্ক আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন কারাবাস বরণ করেছিলেন। নিঃসন্তান ইলা রানি একমাত্র অবিবাহিত বোন মলিনা রানি রায়ের সঙ্গে বাস করতেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, ভূপাল নন্দী ও মধাব গোবিন্দ দাস।