× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়ায় স্থলবন্দরে ৩ কাস্টমস সদস্যকে মারধরের অভিযোগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ২১:৫০ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ২৩:১৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা ও দুই সিপাহীকে মারধরের অভিযোগ উঠেছে লাগেজ পার্টির চক্রের সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৪টায় আখাউড়া- আগরতলা সড়কের বঙ্গের চর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

মারধরের শিকার ব্যক্তিরা হলেন- আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ এবং সিপাহী মো. ইমন মিয়া ও মো. জুম্মান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ প্রথমে মৌখিকভাবে হামলার ঘটনাটি জানিয়েছেন। এখন মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ বলেন, ‘ভারত ফেরত ওই যাত্রীর সঙ্গে স্থলবন্দরের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা কবির হোসেন, রিপন মিয়া, আউলাদ হোসেন ও হৃদয়সহ কয়েকজন ছিল। তাদের লাগেজে কী পণ্য ছিল- সেগুলো আমরা খুলে দেখিনি। শুধুমাত্র বলেছি স্ক্যান করে নিয়ে যাওয়ার জন্য। এতেই তারা আমাদের ওপর হামলা করে। তাদের মারপিটে আমি ও আমাদের দুই সিপাহী আহত হয়েছেন।’

অভিযুক্ত কবির হোসেন বলেন, ‘নিয়ম অনুযায়ী কাস্টমসের কাজ শেষ করেই মালামাল নিয়ে যাচ্ছিল এক যাত্রী। ওই কর্মকর্তা ৭ হাজার টাকা দাবি করলে, যাত্রী তাকে ৩ হাজার টাকা দিয়ে চলে আসেন। পরে তারা স্থলবন্দর থেকে প্রায় এক কিলোমিটার দূরে এসে সিএনজি অটোরিকশা আটক করে। তারা সিএনজি অটোরিকশার গ্লাস ভাংচুর করে। এই সিএনজি অটোরিকশার মালিক আমি। ড্রাইভার আমাকে ফোন দিলে আমি সেখানে যাই। তবে কোন মারপিটের ঘটনা ঘটেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা