× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষে শিশু নিহত

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ২১:৪৮ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ২২:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোণার মদন উপজেলায় খালে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামের যাত্রাখালী খালে এ ঘটনা ঘটে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ১১ বছর বয়সি সজীব মিয়া পশ্চিম ফতেপুর গ্রামের আশিক মিয়ার ছেলে। আহতরা হলেন, সোলেমান, হেকিম, হৃদয় ও আশিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া আটকরা হলেন, মল্লিক, আনচু মিয়া ও চাঁন মিয়া।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকালের দিকে ওই খালে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক পানি সেচে মাছ ধরতে শুরু করলে অন্য পক্ষ তাতে বাধা দেয়। পরে এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

মদন থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা