চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ২০:২০ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪ ২০:৫২ পিএম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩২টি সোনার চুড়ি উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। রফিকুল ইসলাম বকুল নামে ওই যাত্রীর জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের ভেতরে লুকিয়ে রেখে এসব স্বর্ণালংকার আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৫ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছেন এ যাত্রী। পরে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এসব স্বর্ণালংকার উদ্ধার করেন।
বিমানবন্দরের দায়িত্বরত সহকারী কাস্টমস কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি বলেন, ‘বিশেষ কায়দায় সোনার চুড়িগুলো ওই যাত্রীর জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের মধ্যে লুকিয়ে রাখেন। বিষয়টি ব্যাগ স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে। পরে তার শরীর তল্লাশি করে ৩২টি সোনার চুড়ি জব্দ করা হয়। এসবের কোনো বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি। সব মিলিয়ে ১ কেজি ২২০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।’