× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেজাল খাদ্য উৎপাদন

চাক্তাইয়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ২০:৪৯ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ২১:২০ পিএম

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকার এক ভবনমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন। একই দিন ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ডাল মিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজান মাসে বাজার মনিটরিং ও ভেজালবিরোধী অভিযান জোরদার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এর অংশ হিসেবে চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও আবাসিক ভবনের নিচতলায় চুল্লি বসিয়ে সেমাই তৈরির দায়ে ভবনমালিক মোহাম্মদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে কারখানা বন্ধ করে দেওয়া হয়। এরপর লাকী ডাল মিলে খাওয়ার অনুপযুক্ত ডাল ভাঙানো ও প্যাকেট করার অভিযোগে ম্যানেজার সুজন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরে কামাল সওদাগরের ফ্যাক্টরিতে ক্রোমিয়ামযুক্ত ট্যানারির বর্জ্য পোল্ট্রি ফিড ও মাছের খাদ্যের সঙ্গে মেশানোর দায়ে ম্যানেজার মো. আবু তালেবকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বর্জ্য মিশ্রিত পোল্ট্রি ফিড আগামী তিন দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। 

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, রমজান মাসে অধিক মুনাফার আশায় যদি কেউ এসব অসাধু কার্যক্রম চালায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। যেখানেই অভিযোগ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। বাকলিয়া ফায়ার সার্ভিস ও বাকলিয়া থানা পুলিশের উপপরিদর্শক সাহাব উদ্দিনের নেতৃত্বে একটি দল এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা