সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৭:৪৮ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪ ২০:৩৬ পিএম
প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ছাপড়হাটী ইউনিয়নে মানস নদীর তীরের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম (বিপিএম) প্রতিদিনের বাংলাদেশকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত আউয়াল ইসলাম শুভ জেলা সদরের মৌজা মালিবাড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন।
পরিবারের বরাতে ওসি জানান, বুধবার সন্ধ্যায় ইফতার করে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি শুভ। রাতে তার মোবাইলে কল করে বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। সকালে নদীর ধারে একটি ধানক্ষেতে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠান পুলিশ।
ওসি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।