× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, অস্ত্রসহ আটক ৫

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৬:২৬ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৬:৩৫ পিএম

নাটোরের আদালত চত্বরে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

নাটোরের আদালত চত্বরে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

নাটোরে আদালত চত্বরে মামলার হাজিরা দিতে এসে হামলার শিকার হয়েছেন এক যুবক। তাকে কুপিয়ে জখম করার ঘটনায় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। 

আহত রাতুল ইসলাম (সময়) নাটোর শহরের কানাইখালী এলাকার রাজু আহমেদের ছেলে। 

আটক ব্যক্তিরা হলেন- নাটোর শহতলীর ফতেঙ্গা পাড়ার সজীব, শহরের বঙ্গোজল এলাকার সুমন, কানাইখালী এলাকার ইমন, গাড়ীখানা এলাকার সবুজ, দক্ষিণ পটুয়া পাড়া এলাকার সোহাগ। 

দুপুরে নাটোর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আদালত চত্বরে দুষ্কৃতিকারীরা এক যুবককে কুপিয়েছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৫ জনকে। এ সময় একটি চাইনিজ কুড়াল, চার রাউন্ড গুলি, চারটি দেশীয় অস্ত্র ও তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে। তবে এই এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।’

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বাবু ও রবিউল ইসলাম বাপ্পি বলেন, ‘রাতুল ইসলামসহ তারা কয়েকজন আদালতে একটি মামলার হাজিরা দিতে যান। এ সময় প্রতিপক্ষ সজীব, সোহান, সুমনসহ কয়েকজন চাপাতি, রামদা, চাকু নিয়ে রাতুলের ওপর অতর্কিত হামলা চালায়। সে দৌড়ে গিয়ে আইনজীবীদের বার ভবনে আশ্রয় নেন। কিন্তু প্রতিপক্ষরা সেখানেও রাতুলের ওপর দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার বাম হাত জখম হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

প্রকাশ্যে আদালত চত্বরে এমন ঘটনায় আইনজীবী, বিচার প্রার্থীসহ সবার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

নাটোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মুক্তা বলেন, ‘এই ধরনের নিন্দনীয় ঘটনায় আইনজীবী সমিতির জরুরি সভা ডাকা হয়েছে। সভায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আদালত এলাকায় এই ধরনের ঘটনা এড়াতে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা