× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৫

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৪:১২ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৫:১৩ পিএম

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ। প্রবা ফটো

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ। প্রবা ফটো

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস উড়াল সড়কের ট্রাক-কাভাড ভ্যান ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে মহানগরীর ভোগরা বাইপাস উড়াল সড়কের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাভার্ড ভ্যানচালককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ্ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ভোগরা বাইপাস ফ্লাইওভারের ওপর দিয়ে শ্রীপুর থেকে একটি কাভার্ডভ্যান আসছিল। অপরদিকে ফ্লাইওভারের নিচ দিয়ে একটি সিমেন্টবাহী ট্রাক উল্টো পথে এসে ইউট্রান করছিল। এ সময় ওই কাভার্ড ভ্যান ও সিমেন্টের ট্রাকের সংঘর্ষ হয়। পাশে চলন্ত একটি প্রাইভেটকারের সঙ্গেও ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। এ সংঘর্ষে কাভার্ড ভ্যানচালক ও প্রাইভেটকারের চারজন আহত হয়েছেন।

ভোগরা বাইপাস ফায়ার সার্ভিস কর্মকর্তা রুহুল আমিন বলেন, সকালে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা