× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবারকে সবশেষ বার্তা

‘মুক্তির আগে হয়তো আর যোগাযোগ হবে না’

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ২১:১৫ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ২২:২৭ পিএম

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিক মো. আলী হোসেন।

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিক মো. আলী হোসেন।

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিক মো. আলী হোসেন পরিবারের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। অনিশ্চয়তা নিয়ে সেই বার্তায় পরিবারের সদস্যদের তিনি বলেছেন, ‘মুক্তির আগে আর হয়তো যোগাযোগ হবে না।’

দুই মাস আগে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহতে যোগ দিয়েছিলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ইমাম হোসেন মোল্লার ছেলে মো. আলী হোসেন। জাহাজটিতে অ্যাবল সিম্যান (নাবিক) হিসেবে রয়েছেন তিনি।

এমভি আব্দুল্লাহ জাহাজটি চট্টগ্রামের শিল্পগ্রুপ কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলসের (কেএসআরএম) মালিকানাধীন। জানা গেছে, জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল দুবাই। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরের দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজটিতে জিম্মি আছেন ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু। জাহাজসহ নাবিকদের জিম্মির খবরে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: ‘আমাদের একটাই চাওয়া জিম্মি দশা থেকে সবাই অক্ষত ফিরুক’

আলী হোসেনের স্ত্রী ইয়ামিন বেগম বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে সাত মাস। আগামী ঈদুল আজহায় ফেরার কথা ছিল। স্বামীকে ফেরত চাওয়া ছাড়া আর কোনো কথা নেই। সরকারের কাছে দাবি জানাই স্বামীকে ফিরিয়ে আনার।’

তিনি আরও বলেন, ‘জলদস্যুরা যখন জাহাজটি জিম্মি করে, আলী তখন মোবাইল ফোনে বার্তা দেয়- মুক্তি পাওয়ার আগে আর হয়তো যোগাযোগ হবে না।’

এ খবর শুনে কান্নায় ভেঙে পড়ছেন আলী হোসেনের মা নাসিমা পারভীন। ছেলেকে ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

অবসরপ্রাপ্ত স্কুলদপ্তরি বাবা ইমাম হোসেন মোল্লা বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় ওর সাথে কথা হয়েছে। বলেছে দোয়া করতে।’

আরও পড়ুন: জাহাজ ও নাবিকদের বিপদমুক্ত করাই আমাদের লক্ষ্য : পররাষ্ট্রমন্ত্রী

বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘একদম নিরীহ এই পরিবারের জন্য গোটা এলাকার মানুষ এখন স্তব্ধ।’

বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম বলেন, ‘তার (আলী হোসেন) খবর পাওয়ার পর থেকে পরিবারটির সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা