× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামের হিমাগারে ১০০ টন খেজুর মজুদ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ২০:২২ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ২০:৫০ পিএম

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর রিয়াজুদ্দিন বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। প্রবা ফটো

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর রিয়াজুদ্দিন বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। প্রবা ফটো

চট্টগ্রামে পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা এবারও অধিক মুনাফার আশায় খেজুর মজুদ করেছেন। বুধবার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর রিয়াজুদ্দিন বাজারের একটি হিমাগারে (কোল্ড স্টোরেজ) আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুদ পেয়েছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিযানে গিয়ে দেখা গেছে, রিয়াজুদ্দিন বাজারে শেষ প্রান্তের একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুদ করা হয়েছে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বর মাস থেকে এই পর্যন্ত বেশ কয়েকজন আমদানিকারক ও পাইকারি বিক্রেতা এসব খেজুর মজুদ করেছেন বলে তথ্য পেয়েছি, যা সম্পূর্ণ অন্যায়। তাই আগামী সাত দিনের মধ্যে এসব খেজুর বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় মজুদ করা এসব খেজুর জব্দ করে নিলামে বিক্রি করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের বৃহত্তম ফল মার্কেট ফলমণ্ডিতে মূল্যতালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ না করায় সাফা মারওয়া ড্রাই ফ্রুটসকে পাঁচ হাজার এবং আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ২ হাজার ৮৫০ টাকায় খেজুর কিনে ৪ হাজার ১৫০ টাকায় বিক্রির দায়ে আলী জেনারেল স্টোর নামে একটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানমালিককে সতর্কও করা হয়।’

অভিযানের সার্বিক সহযোগিতা করেন- কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের এবং কোতোয়ালি থানা পুলিশের একটি দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা