× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন রংধনু গ্রুপ চেয়ারম্যান রফিকুল ইসলাম

রূপগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১৮:৫৪ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ১৯:১২ পিএম

অসহায়-দরিদ্র মানুষের হাতে খাদ্যসহায়তা তুলে দিয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রবা ফটো

অসহায়-দরিদ্র মানুষের হাতে খাদ্যসহায়তা তুলে দিয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রবা ফটো

মাহে রমজানে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনার সময় সারা দেশে বিভিন্ন এলাকায় রংধনু গ্রুপের উদ্যোগে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। রূপগঞ্জের প্রায় এক লাখ মানুষ এই সুবিধা পেয়েছেন। এরই ধারাবাহিকতায় ঈদ, পূজাসহ নানা উৎসব-পার্বণে সব সময় সবার পাশে ছিলাম এবং থাকব। গ্রামের বেশিরভাগ মানুষ গরিব ও অসহায়। তাদের অন্ন হলে বস্ত্র হয় না, আর বস্ত্র হলে অন্ন হয় না। তাদের জন্য সব সময় সহযোগিতা করে যাচ্ছি।‘ 

বুধবার ( ১৩ মার্চ ) বিকালে রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ের সামনে দরিদ্র পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রায় পাঁচ হাজার পরিবারের সদস্যের হাতে গরুর মাংস, চাল, তেল, ডাল, আলু, পিঁয়াজসহ নিত্যপণ্য তুলে দেওয়া হয়। 

রফিকুল ইসলাম বলেন, ‘রংধনু গ্রুপ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। প্রতিবারের ন্যায় এবারও মাহে রমজান উপলক্ষে আমরা পাঁচ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা দিচ্ছি। আমি চাই, আমার এলাকার মানুষ যেন কোনো প্রকার সমস্যায় না পড়ে।’

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘গরিব অসহায় মানুষের জন্য সব সময় কাজ করে রংধনু গ্রুপ। এবারও সেই ধারাবাহিকতায় রমজানজুড়ে অসহায় মানুষকে ইফতারসামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে। নাওড়াসহ রূপগঞ্জবাসীর প্রতি আমি অনেক সন্তুষ্ট। আমি কায়েতপাড়াবাসীর সুখে-দুঃখে বিপদে-আপদে সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।‘ 

খাদ্যসামগ্রী পাওয়া তাহারুন নাহার বলেন, ‘নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। আমরা অনেক কিছুই খেতে পারি না। এই অসময়ে আমাদের খাদ্যসামগ্রী দিয়েছেন রফিকুল ইসলাম। আল্লাহতায়ালা তাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক।‘ 



স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, ‘রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দুঃসময়ে মানুষের জন্য দান-খয়রাত করেছেন, সেটা রূপগঞ্জের কোনো জনপ্রতিনিধি কিংবা কোনো শিল্পপতি করেননি। আমি তার মঙ্গল কামনা করি।’ 

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার বলেন, ‘করোনার সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রূপগঞ্জে ব্যাপক ভূমিকা রেখেছেন। নিরীহ ও সাধারণ মানুষকে খাদ্যসামগ্রী ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। তার এ সহযোগিতা অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, সিলেটে বন্যাদুর্গত এলাকার মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে রংধনু গ্রুপ। এ ছাড়া সারা দেশে কোনো দুর্যোগ হলে রংধনু গ্রুপ সহযোগিতা করে থাকে। রূপগঞ্জের সন্তান হিসেবে রফিকুল ইসলামের জন্য এলাকাবাসী দোয়া করেন।’

স্থানীয় অহিদুল ইসলাম নামের ৬৫ বছরের বৃদ্ধ বলেন, ‘কয়েক দিন পরপরই রংধনু গ্রুপের চেয়ারম্যানের কাছ থেকে খাবার পাই। এই খাবার আমার অনেক দিন চলে যায়। আল্লাহ তাদের মঙ্গল করুক।’ 

স্থানীয় মনির হোসেন  বলেন, ‘রংধনু গ্রুপের মালিককে আল্লাহতায়ালা আরও দিন। গ্রুপটি যাতে আরও বড় গ্রুপে পরিণত হয়, সেই দোয়াই করি।’ 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিনসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা