× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমাদের একটাই চাওয়া জিম্মি দশা থেকে সবাই অক্ষত ফিরুক’

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১৭:০৫ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ২১:৩৯ পিএম

জিম্মি এমভি আব্দুল্লাহ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলামের স্ত্রীর ভাই শিবলি মাহমুদ। প্রবা ফটো

জিম্মি এমভি আব্দুল্লাহ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলামের স্ত্রীর ভাই শিবলি মাহমুদ। প্রবা ফটো

‘আমাদের কাছে এক একটা মুহূর্ত এখন এক একটা বছরের মতো। এখন আমাদের একটাই চাওয়া, যারা এ উদ্ধার কার্যক্রমের সঙ্গে জড়িত, তারা যেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে। আমরা চাই, যারা জাহাজে আছে তাদের প্রত্যেকে স্বজনদের কাছে অক্ষত অবস্থায় ফিরে আসুক। তারা যত দ্রুত ফিরে আসবে, সেটিই আমাদের জন্য মঙ্গলজনক।’

বুধবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে এসআর শিপিংয়ের কার্যালয়ের সামনে কথা হয় জিম্মি এমভি আব্দুল্লাহ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলামের স্ত্রীর ভাই শিবলি মাহমুদের সঙ্গে। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘গতকাল বিকাল ৪টার পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারিনি। সর্বশেষ যেটা আমাদের জানিয়েছে, সেটি হলো দস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণে নিয়ে সোমালিয়ার উদ্দেশে রওনা দিয়েছে। আজকে বিকাল অথবা কাল সকাল নাগাদ সোমালিয়ায় গিয়ে পৌঁছাবে বলেছিল।’

তিনি আরও বলেন, ‘উদ্ধার প্রক্রিয়া নিয়ে জানতে আমরা এসআর শিপিং কর্তৃপক্ষের কাছে এসেছিলাম। নাবিকদের উদ্ধারে তারা যথেষ্ঠ কো-অপারেটিভ। তারা আমাদের জানিয়েছে- বিষয়টিকে তারা খুব গুরুত্ব দিয়ে দেখছে। জাহাজে থাকা নাবিকদের তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: জাহাজ ও নাবিকদের বিপদমুক্ত করাই আমাদের লক্ষ্য : পররাষ্ট্রমন্ত্রী

শুধু শিবলি মাহমুদ নন, তার মতো জিম্মি অন্য নাবিকদের স্বজনরাও চান নাবিকরা সবাই অক্ষত অবস্থায় ফিরে আসুক। 

ভাইয়ের খোঁজ নিতে এসআর শিপিংয়ের কার্যালয়ে এসেছেন খালেদ। জিম্মি জাহাজে দ্বিতীয় প্রকৌশলী হিসেবে কাজ করছেন তার ভাই।

খালেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গতকাল (বুধবার) বিকাল চারটার সময় তার সঙ্গে সর্বশেষ কথা হয়। তখন বলেছিল, এখন আমাদের মোবাইল ফোন নিয়ে নিচ্ছে। এরপর আমরা তোমাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারব না। এটা বলার পর তার সঙ্গে আমাদের আর যোগাযোগ হয়নি।

তিনি আরও বলেন, ‘কোম্পানি আমাদের আশ্বস্ত করেছেন, তারা দ্রুত ব্যবস্থা নেবে। এর আগে তাদের আরেকটি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল। তারা সেটি সুন্দরভাবে উদ্ধার করেছে। একই ভাবে এ জাহাজের নাবিকদেরও দ্রুত উদ্ধার করার চেষ্টা করবে।’

আরও পড়ুন: ‘মুক্তির আগে হয়তো আর যোগাযোগ হবে না’

এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জাহাজ থেকে বার্তা পাঠিয়ে জানানো হয়, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ।

কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে বলে জানিয়েছেন কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। প্রতিদিনের বাংলাদেশকে তিনি জানান, দস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে। ওই জাহাজে ২৩ জন বাংলাদেশি আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা