× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ও আল্লাহ, আমার ছেলেরে আমার বুকে ফেরত দেন’

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১৬:৫৬ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ২১:৩৬ পিএম

সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ছেলের জন্য আকাশ পানে চেয়ে দুহাত তুলে মোনাজাতে দোয়া করছেন মা হোমায়রা বেগম। প্রবা ফটো

সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ছেলের জন্য আকাশ পানে চেয়ে দুহাত তুলে মোনাজাতে দোয়া করছেন মা হোমায়রা বেগম। প্রবা ফটো

টিনশেডের পুরনো ঘরের দরজায় দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে ছেলের জন্য অঝোরে বিলাপ করছিলেন হোমায়রা বেগম। মোনাজাতে দুহাত তুলে শুধু বলছিলেন, ‘ও আল্লাহ আমার ছেলেরে ফেরত দেন। আল্লাহ আমনে আমার ছেলের জন্য, তাদের জন্য রহমত দেন। ঘটনাটি শুনার পর থেকে আমি নামাজ ও কোরআন পড়ে তাদের জন্য দোয়া করছি। আমি যেন আমার ছেলেরে আমার বুকে ফিরে পাই। ও আল্লাহ, আমার ছেলেরে আমার বুকে ফেরত দেন।’

হোমায়রা বেগমের ছোট ছেলে ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব খান ভারত মহাসাগর থেকে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকের মধ্যে একজন।

মঙ্গলবার দুপুরের পর ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে দস্যুরা আক্রমণ চালিয়ে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে।

মাসখানেক আগে স্বামীকে হারিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের এই বৃধা। স্বামী হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি। এর মধ্যেই ছেলের জিম্মির খবরে পাগলপ্রায় অবস্থা তার।

আরও পড়ুন: পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাব্বির এখন দস্যুদের হাতে

জাহাজসহ নাবিকদের জিম্মির খবর বাংলাদেশে পৌঁছার পর থেকে জাহাজ মালিক ও নাবিকদের উৎকণ্ঠায় সময় যাচ্ছে। মালিকপক্ষ চায় নাবিকসহ জাহাজটি অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে। আর স্বজনরা দাবি করছেন, দ্রুতই যেন নাবিকদের দেশে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে কেএসআরএম’র সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং কার্যালয় এখন থমথমে অবস্থায় রয়েছে।

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে কথা হয় আইয়ুব খানের মায়ের সঙ্গে। ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, ‘হুইনছি আইয়ুবদেরকে ডাকাতরা আটকায় হালাইছে, মোবাইলও লই গেছে। হেগুনরে হরে কোনানে লই গেছে। এখন আল্লাহ কইতে হারে আমার বাবা কীভাবে আছে? আমি আমার ছেলেরে ফেরত চাই। ঘটনাটি শুনার পর থেকে আমি নামাজ ও কোরআন পড়ে তাদের জন্য দোয়া করছি। আমি যেন আমার ছেলেরে আমার বুকে ফিরে পাই। ও আল্লাহ, আমার ছেলেরে আমার বুকে ফেরত দেন।’

গত ১০ ফেব্রুয়ারি হোমায়রার স্বামী অর্থাৎ আইয়ুবের বাবা মারা গেছেন। এ নিয়ে হোমায়রা বলেন, ‘আইয়ুব ফেসবুকে লেখছে- আমার বাবা আমারে খুব ভালোবাইসতো। কিন্তু আমি বাবা মরার সময় সঙ্গে ছিলাম না।’

এসব বলে ছেলেকে ফিরে পেতে আবার আর্তনাদ শুরু করেন বৃদ্ধা এই মা। বলেন, ‘আমি আমার বাবা চাই। আমি আর কি চাইতাম। প্রতিদিনই আইয়ুব তার বাবার জন্য শোক করে।’

গত পরশু আইয়ুবের সঙ্গে তার শেষ কথা হয়েছে জানিয়ে বলেন, ‘সোমবার বিকেলে আইয়ুব আমাকে বলেছে, আম্মা আপনি কোরআন শরীফ পড়েন। আমিও পড়ছি। ১০ রমজানের মধ্যেই আব্বার জন্য মিলাদ পড়াব। এজন্যই আমি দুই দিন ধরে কোরআন শরীফ জান-প্রাণ দিয়ে পড়ছি। আইয়ুবও পরশু ধরে কোরআন শরীফ পড়া শুরু করেছিল। আল্লাহ আপনি রহমত নাজিল করে দেন।’

হোময়রা বেগম জানান, মঙ্গলবার তার অন্য ছেলেদের সঙ্গে কথা হয়। কিন্তু আইয়ুবের বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। গতকাল রাতে নাতিনের কাছ থেকে শুনে মেঝো ছেলেকে ফোন দিয়ে বিষয়টি জানতে চান। মেঝো ছেলে তাকে জানিয়েছেন, আইয়ুবের জন্য চিন্তা না করতে। ভারত মহাসাগরে আইয়ুবদের জাহাজ সোমালিয়ান জলদস্যুরা অস্ত্র ঠেকিয়ে জিম্মি করেছে।

তিনি বলেন, ‘প্রায় ১ বছর ধরে ইন্টার্নি করছে আইয়ুব। অনেক কষ্ট করে তার বাবা তাকে পড়ালেখা করিয়েছে। বেতনও এখনো তেমন পাচ্ছে না। আমাদেরকেও দিতে পারত না। আমার স্বামী মারা যাওয়ার ২০-২৫ দিন আগে সবশেষ আইয়ুব বাড়িতে এসেছিল। একদিন থেকেই পরে চলে গেছে। কোম্পানির লোকজনই তাকে পাঠিয়েছে। তার বাবার সঙ্গে শেষ দেখা করতেই মনে হয় আল্লাহ তখন তাকে বাড়িতে এনেছে।’

আয়ুবসহ জিম্মি অন্য নাবিকদের ফিরিয়ে আনার দবি জানিয়ে তার বন্ধু আবদুল্লাহ আল মারুফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইয়ুব খুব ভাল বন্ধু। আমরা তাকে সুস্থ অবস্থায় ফিরে চাই। সে যেন দ্রুত আবার আমাদের মাঝে ফিরে আসে।’

প্রতিবেশি ভাতিজা তারেক হোসেন, ‘আইয়ুব চাচা ভাল মানুষ। আমাদের সঙ্গে খুব ভাল আচরণ করতেন। আমাদের সঙ্গে খেলাধুলা করতেন। আমরা তাকে দ্রুত ফেরত চাই।’

আরও পড়ুন: হয়তো আর ফেরা হবে না…

আইয়ুব লক্ষ্মীপুরের রাখালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি থেকে এইচএসসি পাস করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করেন তিনি।

আইয়ুবের শিক্ষক মৃণাল কান্তি দেবনাথ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইয়ুব আমাদের গর্বিত শিক্ষার্থী। সোমালিয়ায় সাগরে জলদস্যুদের কবলে রয়েছে আইয়ুবসহ তার সহকর্মীরা। আমরা সুস্থ অবস্থায় তাদের ফেরত চাই। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।’

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া বলেন, ‘ঘটনাটি খুব দুঃখজনক। আইয়ুবকে সুস্থ অবস্থায় ফেরত চাই। যাদের মাধ্যমে আইয়ুবসহ সবাইকে ফেরত পাওয়া যাবে, এ ব্যাপারে তাদের সকলের জোরালো ভূমিকা চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা