সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ২২:৪৬ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪ ০০:২০ এএম
চরভদ্রাসন সদর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়েরভবনের ভিত্তিপ্রস্তরের উন্মোচন শেষে আলোচনা সভায় মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি। প্রবা ফটো
দেশে যত উন্নয়ন হয়েছে, তার একমাত্র কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। মঙ্গলবার (১২ মার্চ) চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথা ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিক্সন চৌধুরী বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের সব সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শুধু একজন এমপির পক্ষে কোনো উন্নয়ন করা সম্ভব নয়, আমরা শুধু বাহক হিসেবে আপনাদের উপজেলার উন্নয়নমূলক কাজ নিয়ে আসি।
তিনি আরও বলেন, চরভদ্রাসনবাসীর একটা প্রাণের দাবি ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য গোপালপুর টু চরমইনুট ফেরি চালু হওয়া। খুব শিগগিরই ঘাট থেকে জেলখানার পাশদিয়ে আঠারো ফিট বাইপাস রাস্তা করা হবে, যাতে করে চরভদ্রাসন বাজারটা রক্ষা পায়।
ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউছার ও ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ওসি আব্দুল ওহাব, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা, যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মোরাদ প্রমুখ