কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ২১:২৪ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪ ২১:৪৫ পিএম
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে আহত নুরুল আলম চিকিৎসাধীন রয়েছেন। প্রবা ফটো।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে মো. নুরুল আলম নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার চিৎমরম ইউনিয়নের মুসলিমপাড়া সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত বৃদ্ধকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চিৎমরম মুসলিমপাড়া ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, ওই বৃদ্ধ গরু আনতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়েছেন। তবে অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বন বিভাগের কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মো. মামুন বলেন, ‘বিষয়টি আমি শোনার পর খোঁজ নিচ্ছি। তবে এলাকার মানুষদের প্রতি বন্য হাতিকে আক্রমণ না করতে অনুরোধ জানিয়েছি।’