× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জরিমানায় না হলে অসাধু ব্যবসায়ীদের জেল দেওয়া হবে : চট্টগ্রামের ডিসি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ২০:৪৭ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ২১:০৮ পিএম

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে। প্রবা ফটো

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে। প্রবা ফটো

পণ্যের দাম বাড়ালে জরিমানায় কাজ না হলে জেল দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

তিনি বলেন, ‘পাইকারি-খুচরা প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের ক্রয়-বিক্রয়মূল্য টাঙিয়ে রাখার জন্য বারবার নির্দেশনা দেওয়ার পরেও তা অমান্য করে চলেছে। দুই দিন আগেও বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এবার অসাধু ব্যবসায়ীদের জরিমানায় না হলে জেল দেওয়া হবে।’

মঙ্গলবার (১২ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে গত মাসের খাতওয়ারি অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান।

আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘পবিত্র রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি করেছে। পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসন প্রথমে পাইকারি বাজারগুলোতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইও কাজ করছে। এরপরও ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুদ ও পণ্যের কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে তুলেছে। পণ্যের মূল্যবৃদ্ধি না করতে প্রয়োজনে ব্যবসায়ীদের নিয়ে চট্টগ্রাম চেম্বারসহ ব্যবসায়ী সংগঠনগুলো সভা করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে।’

তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখাসহ বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সড়কে গাড়ি থামিয়ে যারা চাঁদাবাজি করে, তাদের কোনো বৈধতা নেইবাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, ‘ট্রাক ও পণ্য পরিবহন থামিয়ে সড়কে চাঁদাবাজি চলবে না। পরিবহন শ্রমিকরা চাঁদা নিলে অফিসে নেবে, সড়কে নয়। যারা চাঁদাবাজি করে তাদের ব্যাপারে পরিবহন নেতারা আনঅফিসিয়ালি নোট দেবেন। আমরা ব্যবস্থা নেব। সড়কে চাঁদাবাজি রোধে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্য কঠোর অবস্থানে থাকবে। হাটহাজারী পৌর সদরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন ও দক্ষিণ চট্টগ্রামে যাত্রী পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে দেড়গুণ বা দ্বিগুণ ভাড়া নিলে গাড়ির চালক-সহকারীকে জেল-জরিমানার আওতায় আনা হবে।‘

জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধারে সারা দেশের মধ্যে চট্টগ্রাম জেলা প্রথম এবং মাদক উদ্ধার ও সার্বিক মূল্যায়নে দ্বিতীয় হয়েছে। সেজন্য আমাকে পিপিএম পদক দিয়ে পুরস্কৃত করেছে। এটা ধরে রাখা চ্যালেঞ্জ। পুলিশ, হাইওয়ে পুলিশ, প্রতিনিধি বা যে-ই হোক, সড়কে গাড়ি থামিয়ে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না। যদি কোনো গাড়িতে অবৈধ জিনিস থাকে, তাহলে ব্যবস্থা নিতে কোনো আপত্তি নেই। চলতি রমজান ও আসন্ন ঈদ কেন্দ্র করে মলম পার্টি, অজ্ঞান পার্টি, জাল টাকার ব্যবসা ও চুরি-ছিনতাই রোধে পুলিশ বাহিনী সতর্ক রয়েছে।’

সভায় আরও বক্তব্য দেনমহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোহাম্মদ নওশাদ খান, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, হাটহাজারীর পৌর প্রশাসক মো. মঞ্জুরুল আলম চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা