বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ২০:২৮ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪ ২০:৪১ পিএম
যশোরে শীর্ষ সন্ত্রাসী রমজান হত্যায় পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। প্রবা ফটো
যশোরের ৩২ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রমজান আলী হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাংপ্রধান এবং মামলার প্রধান আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) রাতে যশোরের শর্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম দাদাখালি থেকে পিচ্চি রাজাকে আটক করে র্যাব-৬ সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, দুটি চাকু ও একটি দা উদ্ধার করা হয়। তার নামে মোট ২১টি মামলা রয়েছে।
মঙ্গলবার যশোর র্যাব-৬-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি বলেন, ‘৮ মার্চ যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রমজান খুন হওয়ার পর রমজানের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। এরপর আসামি গ্রেপ্তার করতে তৎপর হয় র্যাব। এরই ধারাবাহিকতায় রবিবার রেলগেট ইসমাইল কলোনি থেকে মামলার আসামি শাওন ওরফে পটকে শাওন ও ইবাদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে একই রাতে শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে সুমন ওরফে ট্যাটু সুমন এবং বাঘারপাড়া এলাকার চরভিটা এলাকা থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়। সোমবার হত্যাকাণ্ডের প্রধান আসামি রাজাকে দাদাখালি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা রমজান হত্যার দায় স্বীকার করেছে। সোমবার রাতে তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
৮ মার্চ রাত ১০টার দিকে শহরের রেলগেট কলাবাগান এলাকায় আলোচিত সন্ত্রাসী রমজান আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পিচ্চি রাজা ও তার সহযোগীরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রমজানের মা পরের দিন যশোর কোতোয়ালি থানায় হাজির হয়ে হত্যা মামলা দায়ের করেন।