চিলমারী (কুড়িগ্রাম) প্রতিকেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৯:৪৮ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪ ২২:০৫ পিএম
বাংলাদেশ নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচ এফ মি. রিনচেইন কুইনেসিল। প্রবা ফটো
কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচ এফ মি. রিনচেইন কুইনেসিল। সোমবার (১১ মার্চ) সকালে চিলমারী নদী বন্দর পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন তার সফর সঙ্গী ছিলেন।
ভুটানের রাষ্ট্রদূত বলেন, ‘এই নৌ-বন্দর ও নৌ-রুট একটি গুরুত্ব পূর্ন বন্দর এবং নৌ-রুট। আমার বিশ্বাস এই বন্দরটি পুরোপুরি চালু হলে এবং নৌ-রুটটি সচল হলে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ভুটান উপকৃত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি ভুটানের ডিজিচ্যামিটেসরিন, চীফ ট্রেড অফিসার কিনলে ইয়াংজন, ভুটানের ঢাকা এ্যাম্বাসির কাউন্সিলর জিকরেল টাসরিন, বেজার মহা ব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ মো. যোবায়েদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক, চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জামিনুর ইসলাম, থানাহাট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ।
পরে চিলমারী উপজেলা ডাক বাংলোতে ভুটানের রাষ্ট্রদূতের সন্মানে স্থানীয় কণ্ঠ শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। দুপুরে ভুটানের রাষ্ট্রদূত সড়ক পথে সোনাহাটস্থল বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।