× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজারের সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি : জিএম কাদের

রংপুর অফিস

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৮:২৪ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৮:৫৭ পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা জিএম কাদের। সোমবার বিকালে রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা জিএম কাদের। সোমবার বিকালে রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে। প্রবা ফটো

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, দেশের বাজারে যে সিন্ডিকেট রয়েছে, তারা সরকারের চেয়েও শক্তিশালী। এ সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি।

কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি নির্ভর। পণ্যগুলো কয়েকটি কোম্পানি আমদানি করে। তারা পণ্য আমদানি না করলে সংকট তৈরি হবে। এক্ষেত্রে একটি সিন্ডিকেট কাজ করে। তারা ইচ্ছামতো পণ্যের দাম বাড়ায়।’

সোমবার (১১ মার্চ) বিকালে রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘রমজানের আগে থেকে বাজারে পণ্যের দাম বাড়তে শুরু করে। বাজার সরকারের নিয়ন্ত্রণে নেই। গুটি কয়েক ব্যবসায়ী তা নিয়ন্ত্রণ করছে। এ সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে না পারলে মুক্তি নেই।’

আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা নির্বাচনে আছি এবং থাকব। নির্বাচনে অংশ না নিলে কেমন হচ্ছে নিজেরা জানতে পারতাম না, জনগণকেও জানাতে পারতাম না।’ 

সম্প্রতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রীর রওশন এরশাদের নেতৃত্বে পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘যারা সম্মেলন করেছে তারা জাতীয় পার্টির অংশ নয়। কিছু লোক সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।’  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিবৃতির বিষয়ে তিনি বলেন, ‘প্রায় সব আসনে আমাদের প্রার্থী ছিল। নির্বাচন নিরপেক্ষ পরিবেশে হয়নি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক হয়নি বলে আমি সংসদের সমাপনী ভাষণে বলেছিলাম। তবে আইনানুগভাবে নির্বাচন হয়ে গেছে।’  

এ সময় উপস্থিত ছিলেন, রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার উৎপল রায়, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা