রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৭:২১ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৭:৪৭ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলীর উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। প্রবা ফটো
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
পবিত্র রমজান উপলক্ষে সোমবার (১১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলীর উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাধ্য মোতাবেক সহযোগিতা করা উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়াসহ আরও অনেকে।