× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় কলেজছাত্র শান্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৬:৫৯ পিএম

বগুড়ায় কলেজছাত্র শান্ত হত্যার অন্যতম আসামি রাব্বি ইসলাম। প্রবা ফটো

বগুড়ায় কলেজছাত্র শান্ত হত্যার অন্যতম আসামি রাব্বি ইসলাম। প্রবা ফটো

বগুড়ায় কলেজছাত্র শান্ত হত্যায় জড়িতে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। গত রবিবার দিবাগত রাতে ফরিদপুরের কোতোয়ালি উপজেলার চক কমলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রাব্বি ইসলাম মালতিনগর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি শান্ত হত্যা মামলার ৫ নম্বর আসামি। 

পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘শান্তর পরিবারের সঙ্গে আসামিদের পরিবারের বিভিন্ন কারণে পূর্বশত্রুতা ছিল। কিছুদিন আগে আসামির ভাই ও মামাকে শান্তর লোকজন চাকু দিয়ে আঘাত করেছিল। মূলত এর প্রতিশোধ নিতেই শান্তকে হত্যা করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।’ 

গত ২ মার্চ বিকাল সাড়ে ৪টায় শহরের চকফরিদ কলোনি এলাকায় যান শান্ত। এ সময় একদল দুর্বৃত্ত পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। পরে শান্তকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরে এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

আজহারুল ইসলাম শান্ত সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে। তবে শান্ত দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। তিনি সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা