রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ২২:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর নেতৃত্বে হামলায় ৩ শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১০ মার্চ) দুপুরে কলেজের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিকালে মারুফ হোসেন ফয়সাল নামে আহত এক শিক্ষার্থী থানায় লিখিত অভিযোগ করেছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আহতরা হলেন, পৌর শহরের কলাবাগান এলাকার ইমাম হোসেন শিপনের ছেলে ইফতেখার হোসেন, পশ্চিম আঙ্গারপাড়া ব্যাপারী বাড়ির হুমায়ন আহমেদের ছেলে জিহাদ হোসেন ও কাঠবাজার এলাকার মানিক মিয়ার ছেলে মারুফ হোসেন ফয়সাল। তারা সবাই কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। আহতদের মধ্যে ইফতেখার ও জিহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী কাউছার হোসেন জানান, মডেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কলেজে মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। রবিবার ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। খেলা শুরুর আগে ছাত্রলীগ নেতা রাব্বির কাছে বিজয়ী দলকে কী পুরস্কার দেওয়া হবে- জানতে চান ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা। এ সময় রাব্বির নেতৃত্বে একটি দল শিক্ষকদের সামনেই তাদের ওপর হামলা চালায়।
কলেজের উপাধ্যক্ষ মো. আলাউদ্দিন দেওয়ান জানান, কলেজে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে অধ্যক্ষ অফিসে ডেকে উভয়গ্রুপের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেন। তিনি বলেন, ‘আমরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বিকে বারবার সতর্ক করেছি। রাব্বি আমাদের কারও কথা শুনছে না।’
অভিযুক্ত ফজলে রাব্বি বলেন, ‘আমি কাউকে হামলা করিনি বা আমার নেতৃত্বে কোনো মারামারি হয়নি।’ জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ‘বিষয়টি শুনেছি, খোঁজ নিয়ে জানাবো।’