চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৭:৫২ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৮:১৩ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ওয়্যারহাউসে আগুন। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তে টানেলের পরিত্যক্ত ওয়্যারহাউসে লাগা আগুন নিভেছে। রবিবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনাস্থলে থাকা কর্ণফুলী ফায়ার স্টেশনের ইন্সপেক্টর শোয়াইব উদ্দিন মুন্সি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সিগারেটের আগুন থেকে ওয়্যারহাউসে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করেছে। দুই ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নির্বাপণ করা হয়। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এর আগে একই দিন দুপুর ১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। বঙ্গবন্ধু টানেল নির্মাণকালীন সময়ে নির্মিত ঘরগুলোয় আগুন ধরে। সেখানে শতাধিক রাসায়নিক উপকরণের ড্রাম, ফোম, কাঠ ও পরিত্যক্ত সরঞ্জাম ছিল।