× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু সাফারি পার্কে যুক্ত হলো আরও ৫০টি চিত্রা হরিণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৫:২৭ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৫:৪৯ পিএম

চিত্রা হরিণের বিচরণ। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। প্রবা ফটো

চিত্রা হরিণের বিচরণ। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৫০টি চিত্রা হরিণ উপহার দিয়েছে গ্রিন ভিউ গলফ রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠান। পার্কে আগে থেকে চিত্রা হরিণ ছিল ৫০টির বেশি। নতুন করে সঙ্গী আসায় তাদের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

রবিবার (১০ মার্চ) দুপুরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হরিণগুলো হস্তান্তর করে রিসোর্ট কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার ৫০টি হরিণ গ্রহণ করেন। উপহারের এই হরিণগুলোর মধ্যে আকারে বড় ২২টি এবং ছোট ২৮টি।

গ্রিন ভিউ গলফ রিসোর্টের ভূমি উপদেষ্টা বুলবুল ইসলাম জানান, গ্রিন ভিউ গলফ রিসোর্টের সৌজন্য ৫০টি হরিণ প্রদান করা হয়েছে। এতে অনেকে উৎসাহিত হবে। হরিণগুলোর মূল্য প্রায় ১ কোটি টাকা। 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হরিণগুলো প্রদানের জন্য গত বছরের ২৪ আগস্ট বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে আবেদন করেছিলাম। ওই বছরের সেপ্টেম্বর মাসে হরিণ প্রদানের অনুমতি পেয়েছি। প্রায় এক যুগেরও বেশি সময় থেকে গ্রিন ভিউ গলফ রিসোর্ট সরকারি বিধি ও বিধান মেনে হরিণ পালন করে আসছে। সঠিক পরিচর্যা ও পরিবেশ অনুকূল থাকায় হরিণগুলো দ্রুত বংশ বৃদ্ধি করে। সাফারি পার্কের দর্শনার্থীর কথা চিন্তা করে ছোট-বড় ৫০টি হরিণ প্রদান করা হয়েছে।’

গ্রিন ভিউ গলফ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফকির মনিজ্জামানের পক্ষে তার চার দৌহিত্র হরিণগুলো প্রদান করেন বলে তিনি জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘রিসোর্টে থাকা অবস্থায় হরিণগুলো নির্দিষ্ট একটি বেস্টনির মধ্যে ছিল। এখন হরিণগুলো উন্মুক্ত অবস্থায় থাকবে। এত প্রাণীগুলোর রোগবালাই কম হবে। হরিণগুলোকে প্রথমে সর্বনিম্ন ১৫ দিন কোয়ারেন্টাইনে রেখে দেখব রোগবালাই আছে কি না।’

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার বলেন, ‘হরিণ দ্রুত প্রজননক্ষম প্রাণী। হরিণের বংশ বিস্তার বেশি। গ্রিন ভিউ গলফ রিসোর্ট কর্তৃপক্ষ তাদের পালিত হরিণগুলো কোথাও বিক্রি বা দান না করে সরকারের কাছে প্রদান করেছে। আমরা চাই, এটার অনুকরণে অন্য প্রতিষ্ঠান আগ্রহী হয়ে এগিয়ে আসুক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা