রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১২:১৭ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৩:০১ পিএম
২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা কমারোড বাজারে দারুস সালাম মার্কেটে আগুন লাগে। প্রবা ফটো
লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (৯ মার্চ) রাত ২টার দিকে ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা কমারোড বাজারে দারুস সালাম মার্কেটে এ ঘটনা ঘটে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কামরুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মিরন বলেন, রাতে হঠাৎ করে বাজারের আব্দুল্লাহর দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দেলোয়ারের একটি ফার্নিচারের দোকানসহ চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগী দেলোয়ার বলেন, ঈদকে সামনে রেখে জমি বিক্রি করে দোকানে নতুন মালামাল কিনেছি। আগুন আমাকে সর্বশান্ত করেছে। থাকার ঘর ছাড়া বিক্রি করার আর কিছু নেই।