× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্প্রীতির মেলবন্ধন গড়তে বৈচিত্র্যের মেলা

মেহেদী হাসান শিয়াম, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১১:২৬ এএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ০৯:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদরেরআমনুরা-মিশন এলাকায় শনিবার আয়োজিত বৈচিত্র্যের মেলায় নৃত্য পরিবেশন। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জ সদরেরআমনুরা-মিশন এলাকায় শনিবার আয়োজিত বৈচিত্র্যের মেলায় নৃত্য পরিবেশন। প্রবা ফটো

‘এ তো মনে হচ্ছে অন্য এক জগতে এলাম। শামিয়ানার তলে একসঙ্গে সব সম্প্রদায়ের মানুষ বসে আছি। একে অপরের খোঁজ-খবর নিচ্ছি। এমন হলে এই দেশে কোনো বৈষম্য থাকবে না বলে মনে করি।’

বলছিলেন শ্রী জগেন মুর্মু। দিনাজপুর থেকে তিনি এসেছেন বৈচিত্র্যের মেলায়। সঙ্গে আছেন তার পরিবারের অন্য সব সদস্য। সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলেমিশে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। আর এ লক্ষ্যেই গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদরের আমনুরা-মিশন এলাকায় হয়ে গেল বৈচিত্র্যের মেলা। যাতে অংশ নিয়েছে সব জাতিসত্তার মানুষ। এ মেলার আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। এতে অংশ নেয় সাঁওতাল, ওঁরাও, পাহাড়ি, রাজোয়াড়, কোল, মাহালসহ বিভিন্ন সংখ্যালঘু জাতিসত্তার মানুষজনের পাশাপাশি বাঙালিরাও।

বৈচিত্র্যের মেলার আয়োজকরা বলছেন, সব জাতি-ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করলে সমাজে কোনো বৈষম্য থাকার কথা না। বিভিন্ন সংখ্যালঘু জাতিসত্তার মানুষের বিভিন্ন ভাষা থাকে, থাকে নিজস্ব সংস্কৃতি। এই বৈচিত্র্যের মেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন সংখ্যালঘু জাতিসত্তার মানুষের নিজস্ব সংস্কৃতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বৈচিত্র্যের মেলা : সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এ মেলার আয়োজন করা হয়।

বৈচিত্র্যের মেলায় ছিল আদিবাসী নৃত্য। অনুষ্ঠানে গাওয়া হয় আদিবাসীদের ভাষায় গান, বাংলা ভাষায় লোকসংগীত ও গম্ভীরা। দর্শকের সারিতে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও রংপুর জেলার মানুষ। এই মেলার স্টলগুলোয় আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক, পাঞ্চি-পারহাট, শাড়ি, ধুতি-লুঙ্গি, খোঁপার ফুলসহ বিভিন জিনিস বিক্রি করা হয়।

এ প্রসঙ্গে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রদীপ হেম্ব্রম বলেন, ‘আমরা বৈচিত্র্য মেলার আয়োজন করেছি। যাতে অংশ নিচ্ছে বিভিন্ন জাত-ধর্মের মানুষ। নিশ্চয়ই এমন সব আয়োজনের মধ্য দিয়ে আমাদের মধ্যে আন্তরিকতা-ভ্রাতৃত্ববোধ আরও গাঢ় হবে।’ 

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রভাত টুডু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বৈচিত্র্যের মেলার আয়োজন করা হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতির পিতা সারা জীবন সংগ্রাম করে গেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রীতির বাংলাদেশ গড়তে এই আয়োজন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা-সংস্কৃতি রয়েছে। এসব কিছু তুলে ধরে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে। ভালোবাসার মেলবন্ধন তৈরিতে সকলকে একযোগে কাজ করা প্রয়োজন।’ 

বৈচিত্র্যের মেলায় গতকাল বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ ওঁরাও এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাছমিনা খাতুন। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হাসান, হিন্দু পুরোহিত রানা প্রতাপ আচার্য, জেনারেল সুপারিনটেনডেন্ট পালক রেভা সোবান কিস্কু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ রায়, এলএজিআরের নির্বাহী পরিচালক স্টেফান সরেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের বদন মুর্মু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা