× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে পায়রাবন্দ ইউপির উপনির্বাচনে ফারুক হোসেন বেসরকারিভাবে নির্বাচিত

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২৩:০১ পিএম

মিঠাপুকুরে পায়রাবন্দ ইউপির উপনির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী ফারুক হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়। প্রবা ফটো

মিঠাপুকুরে পায়রাবন্দ ইউপির উপনির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী ফারুক হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়। প্রবা ফটো

মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের (শুন্য আসনে) জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ ফারুক হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৬১২৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল ইসলাম রেজা, ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪২১৩ ভোট।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে ভোট দেন ভোটাররা। বিকাল চারটার পর শুরু হয় ভোট গণনা। এসময় কর্মী সমর্থকদের চরম উৎকন্ঠা নিয়ে কেন্দ্রের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে বিকাল সাড়ে চারটার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে থাকে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ ফারুক হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬১২৯ ভোট, আলহাজ্ব-রেজাউল ইসলাম (রেজা) ঘোড়া প্রতীকে ৪২১৩, আলহাজ্ব-মোফাজ্জল হোসেন মধু, আনারস প্রতীকে ২৯৬৪, ফয়জার রহমান খাঁন, চশমা প্রতীকে ১৮৫৭, আফজাল হোসেন ঢোল প্রতীকে ১০৪২ এবং আব্দুস ছামাদ রজনীগন্ধা প্রতীকে ১৫ ভোট পেয়েছেন।

মোট ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৭টিতে ফারুক হোসেনের মোটরসাইকেল প্রতীক জয় লাভ করে। আর একটি করে রেজাউল ইসলাম রেজার ঘোড়া এবং মোফাজ্জল হোসেন মধুর আনারস জয়লাভ করে।

সন্ধ্যার পর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোঃ ফারুক হোসেনকে ১৯১৬ ভোটে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা