× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের শিবগঞ্জ পৌরসভার মেয়র মানিক

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২২:৪০ পিএম

শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত তৌহিদুর রহমান মানিক।

শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত তৌহিদুর রহমান মানিক।

বগুড়া শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আবার তৌহিদুর রহমান মানিক জয়লাভ করেছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে  ৮ হাজার ১৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিজ্জাকুল রহমান রাজু হ্যাঙ্গার প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪১০টি। অপর দুই প্রার্থীদের মধ্যে হামদান মণ্ডল জগ প্রতীকে ১৭২ ভোট এবং মোবাইল ফোন প্রতীকে আব্দুল খালেক ২১০ ভোট পেয়েছেন।

শনিবার (৯ মার্চ) বিকাল ৫টার দিকে এ তথ্য জানান বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান। 

২০১৫ সালে তৌহিদুর রহমান মানিক সরকার দলীয় থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারের মত শিবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ৩০ জানুয়ারি আবারও শিবগঞ্জে পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় ২৮ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মানিক পদত্যাগপত্র জমা দেন এবং তার পদত্যাগপত্র গৃহীতও হয়। তবে মানিক মনোনয়ন পেলেও জাপাকে আসন ছেড়ে দেওয়ায় তিনি আবারও পৌরসভার উপনির্বাচনে প্রার্থী হন এবং জয়লাভ করেন। 

এদিকে সকাল ৮টায় ১১টি কেন্দ্রে  ইভিএমে ভোটগ্রহণ শুরু  হয়ে বিরতিহীন বিকাল চারটা পর্যন্ত চলে। ভোটে পুরুষ- নারী উভয় ভোটারদের উপস্থিতি ব্যাপক ছিল।  বেলা সাড়ে ১২টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের নাটমরিচাই ভুরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪ নম্বর বুথে ইভিএম মেশিন নষ্ট হওয়ায় একটি বুথে এক ঘণ্টারও বেশি সময় ধরে ভোটগ্রহণ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই বুথের ভোটাররা। অনেকে বিরক্ত হয়ে ভোট না দিয়েই কেন্দ্র ছাড়েন। পরে দেড়টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়।   এছাড়া আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

বগুড়া জেলার সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান বলেন, সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ১১টি কেন্দ্রে  উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়৷ ১৯ হাজার ৪৭৩জন ভোটারের মধ্যে ১২ হাজার ৯২৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট পড়েছে ৬৬ দশমিক ৩৬ শতাংশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা